insta logo
Loading ...
×

পাজামা পাঞ্জাবি ছেড়ে গামছা পরে পদ্ম নেতা!

পাজামা পাঞ্জাবি ছেড়ে গামছা পরে পদ্ম নেতা!

নিজস্ব প্রতিনিধি , ঝালদা:

রাজনীতির পাজামা-পাঞ্জাবি ছেড়ে গামছা স্যান্ডো গেঞ্জিতে মাঠে নামলেন তিনি। হাতে কোদাল, কাঁধে চাষের দায়।পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতোর এমন রূপ দেখে বিস্মিত ঝালদা থানার পাপড়াহুড়ুম গ্রামের বাসিন্দারা। সকালবেলায় নিজ জমিতে নেমে ধান চাষে হাত লাগিয়ে যেন বার্তা দিলেন, তিনি নেতা পরে, আগে একজন কৃষক।

“আমি সর্বপ্রথম একজন কৃষক,”—ধানের জমির কাদামাখা পায়ে দাঁড়িয়ে সোজা গলায় বললেন শঙ্কর মাহাতো। জানালেন, বছরের এই একটাই সময়—ধান রোপনের মরসুম। সেই সুযোগ হাতছাড়া করতে রাজি নন তিনি। বললেন, “নিজে না করলে হবে না। কৃষক যদি চাষ ছেড়ে দেয়, সাধারণ মানুষ খাবে কী?”

রাজনৈতিক কর্মব্যস্ততার ফাঁকে যতটুকু সময় মেলে, সেই সময়টুকু চাষবাসেই কাটান বলে জানালেন জেলা বিজেপি সভাপতি। তাঁর মতে, ২০১৪ সালের পর কেন্দ্রে বিজেপি সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প এনেছে। সেই সুযোগ নেওয়ার কথা মনে করিয়ে দিয়ে তাঁর আবেদন, “সব কৃষক যেন কৃষিকাজে মন দেন। কৃষক হওয়াটাই আমার গর্ব।”

কৃষিজীবনের প্রতি এই নিঃশর্ত টান রাজনীতির বাইরে শঙ্কর মাহাতোর একটি অন্য পরিচয় যেন ফুটিয়ে তোলে—মাটির কাছের মানুষ, প্রকৃত কৃষক পরিবারের মানুষ।

Post Comment