নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
নবনির্মিত জল ট্যাঙ্কের পাইপ পড়ে এক মহিলার গুরুতর জখম হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের তালপাত গ্রামে। ঘটনার পরই নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ ওঠে এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় প্রশাসন।
জানা গিয়েছে, বুধবার দুপুরে গরু চরাতে গিয়েছিলেন তালপাত গ্রামের সুমিত্রা টুডু। হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে বৃষ্টি নামলে তিনি আশ্রয়ের জন্য নবনির্মিত জল ট্যাঙ্কের নীচে গিয়ে দাঁড়ান। সেই সময় আচমকাই বিশালাকার একটি পাইপ খুলে তার ডান পায়ের উপর পড়ে যায়। প্রচণ্ড আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পাইপ খুলে পড়ার পর ট্যাঙ্ক থেকে লাগাতার জল পড়তে থাকে তার উপর। যন্ত্রণায় কাতর সুমিত্রা নড়াচড়াও করতে পারছিলেন না।
পরে দূর থেকে কয়েকজন যুবক ট্যাঙ্ক থেকে জল পড়তে দেখে প্রথমে সন্দেহ করেন কিছু অস্বাভাবিক ঘটেছে। কাছে গিয়ে আহত মহিলার চিৎকার শুনে তারা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার পরেই প্রশাসনের তরফে জানানো হয়েছে, জখম মহিলার চিকিৎসার যাবতীয় খরচ জেলা স্বাস্থ্য দফতর এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফ থেকে বহন করা হবে।
এদিকে নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ নাকচ করে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের পুরুলিয়া সদর মহকুমার সহকারী প্রকৌশলী মধুসূদন রজক বলেন, “নির্মাণকাজ এখনও সম্পূর্ণ হয়নি। ট্যাঙ্ক খালি থাকলে ফেটে যাওয়ার আশঙ্কা থাকে বলেই তাতে জল ভরে রাখা হয়েছে। বৃষ্টির কারণে মাটির গঠন নরম হয়ে পাইপটি সরে গিয়ে পড়ে গেছে। এটি নিছকই একটি দুর্ঘটনা। তবে জখম মহিলার চিকিৎসার ব্যয় সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থা বহন করবে।”











Post Comment