নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
পুঞ্চা ব্লকের ঢাঙ্গাগোড়া গ্রামে একটি পাইথন উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতের দিকে একটি বসতবাড়িতে আচমকাই দেখতে পাওয়া যায় প্রায় ছয় ফুট লম্বা একটি পাইথন।
সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বনদপ্তরে খবর দিলে, পুঞ্চা বিট অফিস থেকে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং সাবধানতার সঙ্গে পাইথনটিকে উদ্ধার করেন।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পাইথনটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তা নিরাপদভাবে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Post Comment