insta logo
Loading ...
×

পাঁচ টাকার ‘মা’ পেট ভরাবে পুরুলিয়ার

পাঁচ টাকার ‘মা’ পেট ভরাবে পুরুলিয়ার

নিজস্ব প্রতিনিধি ,পুরুলিয়া:

মাত্র পাঁচ টাকায় মিলবে পুষ্টিকর খাদ্য! দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদঘাটনের পবিত্র দিনে পুরুলিয়াতে উদ্বোধন হলো ‘মা’ কিচেন।

অভুক্তকে সস্তায় পুষ্টি দিতে পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উদ্যোগ মা কিচেন। এই কিচেনের উদ্বোধন হলো পুরুলিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ডাকবাংলো এলাকায়। বুধবার উদ্বোধন করেন পুরুলিয়ার পৌর প্রধান নবেন্দু মাহালী।
উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌর এলাকার কাউন্সিলররা।

পুরুলিয়া পৌর প্রধান নবেন্দু মাহালি বলেন,”পশ্চিমবঙ্গের দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের দ্বার উদ্ঘাটন উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে। তাই আমরাও পুরুলিয়া পৌরসভার উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটি মা কিচেনের উদ্বোধন করলাম। পুরুলিয়াতে যারা দিনমজুরি করতে আসেন তাদের জন্য মাত্র ৫ টাকায় দুপুরের খাবারের আয়োজন করা হবে। আজ অক্ষয় তৃতীয়া এবং জগন্নাথ দেবের মন্দির দ্বার উদঘাটনের দিন, তাই আজ সম্পূর্ণ বিনামূল্যে নিরামিষ খাবার খাওয়ানো হলো। পুরুলিয়া পৌরসভা এলাকায় সদর হাসপাতালে একটি মা কিচেন চলছে। যেখানে প্রত্যেকদিন ৪০০ জনের জন্য খাবার দেওয়া হয়। আজ আরও একটি নতুন কিচেন সংযোজিত হলো। আগামী দিনে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসে আরও একটি মা কিচেন তৈরি করার পরিকল্পনা চলছে। “

Post Comment