insta logo
Loading ...
×

পশ্চিমী ঝঞ্ঝার কোপ, মেঘ কাটতে বুধবার

পশ্চিমী ঝঞ্ঝার কোপ, মেঘ কাটতে বুধবার

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পুরুলিয়ায় শীতের বেলা যেন রেনি ডে!
সকাল থেকে মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। তবে মেঘলা আকাশে শীত বাধা পড়েনি এই জেলায়। সোমবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেন্টিগ্রেড। রবিবারও ছিলো একই। এটাই এই মরশুমের শীতলতম। কয়েকদিন ধরে প্রতিদিন শীতলতম দিনের রেকর্ড ভাঙছে এই জেলা। এদিন সকালের দিকে কুয়াশাও ছিলো জেলার বিভিন্ন জায়গায়। খুব স্বাভাবিক ভাবেই এদিন দেরি করে ঘুম ভাঙে এই জেলার। শীত সেই সঙ্গে বৃষ্টিতে জনজীবন খানিকটা থমকে যায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারও এই জেলার আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া স্বাভাবিক হবে বুধবার। মেঘ কেটে গেলে জেলায় শীতের পারদ আরও নামবে। কয়েকদিন ধরেই এই জেলায় পুরুলিয়ার সর্বনিম্ন ১০-র নিচে রয়েছে। তবে এদিন শীত -বৃষ্টিতে জুবুথুবু হয়ে যায় এই জেলা। সকাল দিকে ট্রেনে-বাসে সেভাবে ভিড় ছিলো না। আগুন পোহানোর ছবিও দেখা যায়। তবে এবার দেরিতে শীত আসে এই জেলায়। এদিন বৃষ্টির মধ্যেও পুরুলিয়ায় আসা পর্যটকরা জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রের
সাইট সিয়িং গুলিতে ভিড় জমান।

Post Comment