নিজস্ব প্রতিনিধি,বলরামপুর:
পরীক্ষা দিতে আসার পথে টোটো উল্টে আহত হলেন তিন স্কুল ছাত্রী। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের কাশবহাল পুলিশ ফাঁড়ি সংলগ্ন হরিপালডি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। জখমদের মধ্যে নবম শ্রেণির ছাত্রী তান্নু খাতুনের চোট গুরুতর। তার কপাল ও মাথায় চোট লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজনই বলরামপুর শহরের লালিমতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং এদিন তাদের পরীক্ষা ছিল।
এই ঘটনার সময় সেখান দিয়ে যাচ্ছিলেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার। তিনি জানান, একটি বেসরকারি যাত্রীবাহী বাসকে পাশ দেওয়ার সময় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনা দেখে তিনি নিজেই গাড়ি থামিয়ে জখম ছাত্রীদের দ্রুত বলরামপুরের বাঁশগড় হাসপাতালে নিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দা ও ছাত্রীর পরিবারের সদস্যরা এই মানবিক উদ্যোগের জন্য কাল্লাবতী কুমারের প্রশংসা করেন।







Post Comment