নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করলো মানবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম প্রকাশ মাহাতো (৩২)। তার বাড়ি মানবাজার থানার দয়ালডি গ্রামে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, ওই যুবক পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি গত দু মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি। স্বামীর সাথে ঝামেলা হওয়ার কারনে তার স্ত্রীও গত দু’বছর ধরে বাপের বাড়িতে রয়েছে। বুধবার রাতে বাড়ির মধ্যে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। দ্রুত তাকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মানবাজার থানার পুলিশ।
Post Comment