নিজস্ব প্রতিনিধি, পাড়া:
আম গাছের ডাল থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পাড়া থানার পুলিশ। মৃত যুবকের নাম গৌরাঙ্গ মাহাত (২৮)। তার বাড়ি পাড়া থানার তেঁতুলহিটি গ্রামে। জানা গিয়েছে, ওই যুবক পরিযায়ী শ্রমিকের কাজ করতেন । তবে বাড়িতে প্রায় দিনেই দাম্পত্য কলহ লেগে থাকতো। কলহের জেরে ওই যুবকের স্ত্রী বাপের বাড়িতে থাকতেন। এদিন সকালে গ্রামের অদূরে ফাঁকা জায়গায় একটি আম গাছে তার দেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পাড়া থানার পুলিশ।
Post Comment