insta logo
Loading ...
×

পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা, বাম সংগঠনের মিছিল পুরুলিয়ায়

পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা, বাম সংগঠনের মিছিল পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার প্রতিবাদ, বেকারত্ব, দুর্নীতি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান এবং কারখানায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে মঙ্গলবার জেলাশাসকের দপ্তরের সামনে রাস্তায় নামল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এআইডিও)। সাত দফা দাবিকে সামনে রেখেই বিক্ষোভে সামিল হন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক যুবক।

সকালে জুবিলি ময়দানে জমায়েত হয়েছিলেন তাঁরা। স্লোগান দিতে দিতে মিছিল এগোয় শহরের প্রধান সড়ক ধরে। কিন্তু ডিএম অফিসের চত্বরে পৌঁছতেই ব্যারিকেডে আটকে দেয় পুলিশ। সেখানেই চলে বিক্ষোভ সভা।

সভামঞ্চে বক্তব্য রাখেন জেলা সম্পাদক স্বদেশপ্রিয় মাহাত, রাজ্য কমিটির সদস্য শঙ্খ কর্মকার এবং জেলা সভাপতি সন্তোষ গঁরাই। পরে চারজনের একটি প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট তাঁদের কাছ থেকে দাবিপত্র গ্রহণ করেন এবং দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন।

সভায় অভিযোগের সুর চড়ান স্বদেশপ্রিয় মাহাত। তাঁর কথায়, “পুরুলিয়ায় এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ৬০ হাজারেরও বেশি নাম নথিভুক্ত। অথচ তাঁদের জন্য স্থায়ী কাজের ব্যবস্থা নেই। ৩০০-রও বেশি স্কুল চলছে মাত্র একজন শিক্ষককে ভরসা করে। শিল্প গড়ার জমি দেওয়ার পরও স্থানীয়দের কর্মসংস্থান হয়নি। ফলে বহু মানুষ বাধ্য হয়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, “যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, এআইডিও আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে।”

Post Comment