নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া ও হুড়া:
আলাদা আলাদা দুটি পথ দুর্ঘটনা। উভয়েরই পরিণতি দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু। পুলিশ জানিয়েছে, মৃতরা পুরুলিয়া মফস্বল থানার রামডি গ্রামের ভুন্দুলাল দুয়ারী (৪৮) ও হুড়া থানার চাকলতা গ্রামের পিন্টু বাউরী (২৬)।
রবিবার সকালবেলা পুরুলিয়া–বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়কে বাইকে পেট্রোল ভরিয়ে মুখ্য সড়কে উঠছিল ভুন্দুলাল।সে সময় দ্রুতগতিতে আসা একটি চার চাকার গাড়ি তার বাইককে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন সে। পুরুলিয়া মফস্বল থানার পুলিশ তাকে উদ্ধার করে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, সব শেষ।
অন্যদিকে, চলন্ত লরি থেকে পড়ে মৃত্যু হয় পিন্টু বাউরীর। শ্রমিকের কাজ করত সে। তার ভাই ও অন্যান্য কয়েকজনের সঙ্গে একটি লরির উপরে বসে যাচ্ছিল। দুপুরে পুরুলিয়া–বাঁকুড়া ৬৯ এ জাতীয় সড়কে মঙ্গলপুরের কাছে চালক ব্রেক কষলে পিন্টু উপর থেকে ছিটকে পড়ে। গুরুতর চোট পায় সে। দ্রুত তাকে হুড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আঘাত অত্যধিক হওয়ায় তাকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
দুইটি ঘটনার পর পুরুলিয়া সদর থানায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
Post Comment