নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ। আর সেই বিক্ষোভ ঘিরেই মঙ্গলবার দুপুরে উত্তেজনা ছড়াল ঝালদা ১ নং ব্লকের মাড়ু–মসিনা পঞ্চায়েতে। অভিযোগ, কাজের পরিকল্পনা থেকে শুরু করে টেন্ডার—সবেতেই সংখ্যাগরিষ্ঠতার জোরে কংগ্রেস একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। এর প্রতিবাদে তৃণমূলের নির্বাচিত সদস্যরা পঞ্চায়েত অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান শুরু করেন।
তাতে বিপাকে পড়েন অফিসের ভেতরে থাকা পঞ্চায়েত প্রধান উর্মিলা নায়ক, কংগ্রেসের কয়েকজন সদস্য, আধিকারিক ও সাধারণ মানুষ। প্রায় ঘণ্টাখানেক আটকে থাকার পর প্রশাসনের আধিকারিক ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। অবশেষে বিকেল সাড়ে তিনটায় তালা খোলা হয় এবং আটকে থাকা সকলে বাইরে বেরিয়ে আসেন।

তৃণমূলের রাধারানী মুখোপাধ্যায় ও গুরুপদ মাহাতোর অভিযোগ, “আমাদের সময়ে নেওয়া উন্নয়ন পরিকল্পনা উপেক্ষা করে কংগ্রেস একক সিদ্ধান্ত নিচ্ছে। কোনও আলোচনার সুযোগই দেওয়া হচ্ছে না।”
অভিযোগ উড়িয়ে দিয়ে পঞ্চায়েত প্রধান উর্মিলা নায়ক বলেন, “কোনও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাধারণ সভা ডাকলেই তৃণমূলের সদস্যরা নাটক করে সভা ভাঙানোর চেষ্টা করেন।”
Post Comment