নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:
ভাসুরের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ফের মৃত্যু। মঙ্গলবার বলরামপুরের চুটকিডি গ্রামের বড় বাঁধ পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে প্রাণ গেল গৃহবধূ নন্দিনী লোহার (৩২)-এর। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নন্দিনীর ভাসুরের মৃত্যু হয়। সেই দেহ সৎকারের জন্য পরিবারের অন্যান্য সদস্যরা শ্মশানে যান। পরে দুপুরে বড় বাঁধ পুকুরে স্নান করতে যান নন্দিনী। দীর্ঘক্ষণ কেটে গেলেও তিনি বাড়ি ফেরেননি। শ্মশান থেকে ফিরে উদ্বিগ্ন স্বামী পুকুরপাড়ে গিয়ে দেখতে পান, বালতি ও চটি পড়ে আছে, কিন্তু স্ত্রী নেই। তড়িঘড়ি খবর দেওয়া হয় প্রতিবেশী ও আত্মীয়দের। শুরু হয় খোঁজাখুঁজি।
প্রতিবেশী তথা জ্ঞাতি মুকুল লোহার জানান, ওই গৃহবধূ পূর্বেই অসুস্থ ছিলেন। তাঁদের ধারণা, পুকুরে শরীরে টানুনি আসাতেই তলিয়ে গিয়েছেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বলরামপুর থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে প্রায় বিকেল চারটের সময় পুকুর থেকে নন্দিনীর নিথর দেহ উদ্ধার হয়। দ্রুত তাঁকে বলরামপুর বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি বুধবার ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হবে। একই পরিবারে পরপর দুই মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ চুটকিডি গ্রাম।







Post Comment