নিজস্ব প্রতিনিধি,আড়শা:
আড়শা অঞ্চলের কংগ্রেসের প্রাক্তন প্রধান স্বর্গীয় হারু লায়েকের স্মরণ সভা অনুষ্ঠিত হল আড়শায়। বৃহস্পতিবার, আড়শা ব্লকের রাঙামাটি গ্রামে ব্লক কংগ্রেসের নেতৃত্বের উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রথমেই তাঁর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দ থেকে কর্মীরা। পরে রাঙামাটি হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হয় দুটি ‘দলের প্রীতি ফুটবল খেলা।
Post Comment