insta logo
Loading ...
×

নিয়ম মেনে তদন্ত করছে পুলিশ, কুড়মি মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের, অনুমতি ছাড়া গ্রেফতার নয় আবেদনকারীদের

নিয়ম মেনে তদন্ত করছে পুলিশ, কুড়মি মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের, অনুমতি ছাড়া গ্রেফতার নয় আবেদনকারীদের

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

নিয়ম মেনে তদন্ত করছে পুলিশ। কুড়মি মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের। গত ২০ আগস্ট আদিবাসী কুড়মি সমাজের রেল টেকা ও ডহর ছেঁকাকে বেআইনি বলেছিল আদালত। পুলিশকে সর্বতোভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তারপরই আদালতের নির্দেশে এরিয়া ডমিনেশনে নেমে অতিসক্রিয়তা দেখায় পুলিশ বলে অভিযোগ তোলে কুড়মি সমাজ। কোটশিলা সংলগ্ন জিউদারু ও চয়াডি গ্রামে পুলিশের সঙ্গে তীব্র বিতণ্ডা সৃষ্টি হয় কুড়মিদের একাংশের। অভিযোগ, সমাজের একাংশ উত্তেজনামূলক পোস্ট করতে থাকেন সমাজমাধ্যমে। আর তারপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে কোটশিলা স্টেশনের পরিস্থিতি। পুলিশকে আক্রমণ করা হয়। জখম হন বেশ কয়েকজন।

সেই ঘটনায় দায়ের হওয়া একাধিক এফআইআর প্রসঙ্গে রাজ্য পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বৈদ্যনাথ মাহাতো-সহ কয়েকজন আন্দোলনকারী। তাঁদের দাবি ছিল, পুলিশ নির্বিচারে গ্রেফতার করছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে তদন্ত চলছে। কিন্তু সোমবার বিচারপতি শম্পা দত্ত (পাল) স্পষ্ট জানিয়ে দিলেন, এই পর্যায়ে তদন্ত থামানো হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।

বিচারপতি বলেন, ‘‘এই মুহূর্তে পুলিশ আইন অনুযায়ী তদন্ত চালাচ্ছে। তদন্ত বন্ধ রাখলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।’’ যদিও তিনি এও নির্দেশ দেন, আদালতের অনুমতি ছাড়া মামলায় জড়িত আবেদনকারীদের বিরুদ্ধে কোনও রকম জোরপূর্বক পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। অর্থাৎ, রাজ্যকে তদন্ত চালানোর ছাড়পত্র দিলেও আদালত জানিয়ে দিয়েছে আবেদনকারীদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি নিতে হবে।

বিচার চলাকালীন রাজ্যের পক্ষ থেকে পুরুলিয়ার পুলিশ সুপারের একটি রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। সেই রিপোর্ট দেখে আদালত জানায়, ‘‘পুলিশ আইন মেনে তদন্ত করছে বলেই মনে হচ্ছে।’’ আদালত এ-ও নির্দেশ দিয়েছে যে, মামলার শুনানি আদালতের পুজোর ছুটির পর নিয়মিত বেঞ্চে তালিকাভুক্ত হবে।

Post Comment