নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলির মতো পুরুলিয়াতেও রবিবার থেকে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে মাঝেমধ্যেই ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
শুক্রবার পুরুলিয়া জেলার ১৩টি ব্লক ও পুরসভায় গড়ে ৬.০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাঘমুণ্ডিতে— ৩২.২ মিলিমিটার। পুঞ্চায় ১০.৮, হুড়ায় ৯.২, বলরামপুরে ৮.৩, জয়পুরে ৭.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝালদা পেয়েছে ৪.৮, বরাবাজার ৫.০, নিতুড়িয়া ১.২ মিলিমিটার। অন্যদিকে হাতোয়াড়া, মানবাজার, সাঁতুড়ি, কাশিপুর ও পাড়ায় এক ফোঁটা বৃষ্টিও রেকর্ড হয়নি।
এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন পুরুলিয়া ও আশপাশের জেলায় বৃষ্টি হলেও তা মূলত হালকা থেকে মাঝারি মাত্রার হবে।











Post Comment