নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
নিম্নচাপের প্রভাব পুরুলিয়ায় তেমন না পড়লেও টানা কয়েক দিনের খরখরে আবহাওয়ার পরে মঙ্গলবার (২০ আগস্ট) পুরুলিয়া জুড়ে মৌসুমি বৃষ্টি ফের সক্রিয় হল। জেলার প্রায় সবক’টি বৃষ্টিমাপক কেন্দ্রে জলধারা নথিভুক্ত হয়েছে। কোথাও হালকা, আবার কোথাও ভালো রকমের বৃষ্টি হয়েছে। ফলে গড় বৃষ্টিপাত বেড়ে দাঁড়াল প্রায় ১৫ মিমি।
গত ২৪ ঘণ্টায় পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের পরিমাণ (মিমি) :
হাতোয়াড়া – ২৭.৬, জয়পুর – ১১.৪, ঝালদা – ১৯.৬, বাঘমুণ্ডি – ১.৪, মানবাজার – ১৫.০, বলরামপুর – ৪.৩, বরাবাজার – ৮.২, নিতুড়িয়া – ৪.৪, সাঁতুড়ি – ৩.৬, পুঞ্চা– ২৯.০, হুড়া – ১১.২, কাশীপুর – ৩১.৬, পাড়া – ২৫.৬।
জেলার তাপমাত্রা : সর্বোচ্চ ৩১.১° সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৫° সেলসিয়াস।
Post Comment