insta logo
Loading ...
×

নিম্নচাপের ঘূর্ণি, ফের বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়ায়, মঙ্গলবার সক্রিয় হচ্ছে আরও এক নিম্নচাপ

নিম্নচাপের ঘূর্ণি, ফের বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়ায়, মঙ্গলবার সক্রিয় হচ্ছে আরও এক নিম্নচাপ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বর্ষার মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে নিম্নচাপ যেন পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের। গত বুধবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এ বার পৌঁছে গিয়েছে ওড়িশা ও ঝাড়খণ্ডে। তার প্রভাবে আজ, শনিবার, পুরুলিয়া সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বিকেলের পর থেকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে। তবে স্বস্তি মিলছে না আপাতত। কারণ, আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরের ওপর আরও একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। এটি চলতি বর্ষা মরশুমে ষষ্ঠ নিম্নচাপ। ফলে মঙ্গলবার থেকে ফের জেলাজুড়ে বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি থাকবে।

এদিকে শুক্রবার, ২৫ জুলাই জেলার বিভিন্ন ব্লকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। সর্বাধিক বৃষ্টি হয়েছে জয়পুরে—৩২.৬ মিলিমিটার। বড়বাজার, ঝালদা, পাড়া সহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে ২৫ থেকে ৩০ মিলিমিটারের মধ্যে। অন্যদিকে মানবাজার, বাঘমুণ্ডি, হাটওয়ারা, সাঁতুড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনায় কম। গড় বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯.৩৫ মিমি।

জেলার বিভিন্ন ব্লকে বৃষ্টিপাতের পরিমাণ (মিলিমিটারে):

জয়পুর: ৩২.৬
বরাবাজার: ২৯.২
পাড়া: ২৬.২
ঝালদা: ২৫.৫
কাশিপুর: ২১.৮
নিতুড়িয়া: ১৮.০
হুড়া: ১৭.৬
পুঞ্চা: ১৭.২
বলরামপুর: ১৭.১
সাঁতুড়ি: ১৫.০
বাঘমুণ্ডি: ১১.২
হাতোয়াড়া: ১০.২
মানবাজার: ১০.০
➡গড় বৃষ্টিপাত: ১৯.৩৫ মিমি

তাপমাত্রা (সেলসিয়াসে):
সর্বোচ্চ তাপমাত্রা: ২৯.১°সে
সর্বনিম্ন তাপমাত্রা: ২৪.৮°সে

Post Comment