insta logo
Loading ...
×

নিতুড়িয়ায় গালাগালি, প্রা*ণঘা*তী হা*মলার শিকার যুবক

নিতুড়িয়ায় গালাগালি, প্রা*ণঘা*তী হা*মলার শিকার যুবক

নিজস্ব প্রতিনিধি , নিতুড়িয়া :

গালিগালাজের প্রতিবাদ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার এক যুবক। প্রতিবেশীর ছুরির কোপ পড়ল গলায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নিতুড়িয়া থানার হিরাখুন গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম যুবকের নাম অক্ষয় মল্লিক। ঘটনার পর তাঁকে তড়িঘড়ি হাড়মাড্ডি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁর গলায় ছ’টি সেলাই করেছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলেই জানা গেছে।

অভিযোগ, এদিন দুপুরে প্রতিবেশী তিন যুবক অক্ষয়ের পরিবারকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। সেই সময় ঘর থেকে বেরিয়ে প্রতিবাদ করেন অক্ষয়। তখনই অভিযুক্ত রাজা কর্মকার ধারালো ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ।

এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই জখম যুবকের বাবা মধু মল্লিক নিতুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post Comment