নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:
পুরুলিয়ার নিতুড়িয়া থানার ভামুরিয়া অঞ্চলে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। সোমবার দুপুরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে ধরে গণধোলাই দিল স্থানীয় বাসিন্দারা। পরে জখম অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
ঘটনার পর বংশী বাউরি নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ হাবিবুল সেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত হাবিবুল সেখের বাড়ি সাঁতুড়ি থানার মুরুলিয়া গ্রামে। মঙ্গলবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হলে আদালত তার চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ জানিয়েছে, অভিযোগকারীর একটি গাভী ও দুটি বাছুর খোলা মাঠে ঘোরাঘুরি করছিল। সেই সুযোগে কয়েকজন দুষ্কৃতি গবাদি পশুগুলি চুরি করে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়রা একজনকে ধরে ফেলে গণপিটুনি দেয়। বাকিরা গরু ও বাছুর নিয়ে পালিয়ে যায়।
এদিকে গণধোলাইয়ের ঘটনাকেও গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। অজ্ঞাত পরিচয় গ্রামবাসীদের বিরুদ্ধে পৃথক একটি মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি, পলাতক অভিযুক্তদের খোঁজ এবং চুরি যাওয়া গবাদিপশু উদ্ধারের জন্য ধৃত হাবিবুলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।










Post Comment