insta logo
Loading ...
×

নিতুড়িয়ায় খু*নের চেষ্টা, ধৃত যুবক

নিতুড়িয়ায় খু*নের চেষ্টা, ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

ধারালো অস্ত্র ব্যবহার করে খুনের চেষ্টা করার অভিযোগে নিতুড়িয়া থানার হীরাখুন গ্রামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম দীপেন কর্মকার। তার বাড়ি ওই গ্রামেই।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা মধু মল্লিকের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়। রবিবার দুপুরে দীপেন কর্মকারকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।

নিতুড়িয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। কী কারণে এই হামলার চেষ্টা তা খতিয়ে দেখা হচ্ছে।

Post Comment