insta logo
Loading ...
×

নিতুড়িয়ায় খুঁটি পুজোয় ‘গণপতি উৎসবের’ ছোঁয়া, দুর্গাপুজোর আবাহন শুরু

নিতুড়িয়ায় খুঁটি পুজোয় ‘গণপতি উৎসবের’ ছোঁয়া, দুর্গাপুজোর আবাহন শুরু

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

দুর্গাপুজোর আগমনী বার্তা নিয়ে হাজির ‘গণপতি বাপ্পা’। নিতুড়িয়ার ঐতিহ্যবাহী দুর্গাপুজোর সূচনা এবার খুঁটি পুজোয় গণেশ পূজা দিয়ে। শঙ্খধ্বনি, ঢাকের বাদ্যি আর ‘গণপতি বাপ্পা মোরিয়া’র ধ্বনিতে যেন একটুকরো মুম্বাই এসে পড়েছে পুরুলিয়ার বুকেই।

প্রায় ৭ থেকে ১০ দিন ধরে চলে এই উৎসব। শুধু পুজো নয়, সঙ্গে থাকে নানা সামাজিক অনুষ্ঠানও— রক্তদান শিবির, চোখের চেকআপ ক্যাম্প, পথনাটিকা, সাংস্কৃতিক সন্ধ্যা এবং রঙিন মেলা। স্থানীয়দের পাশাপাশি ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ আসেন এই উৎসব উপভোগ করতে।

পুজো কমিটির অন্যতম আয়োজক শান্তি ভূষণ প্রসাদ যাদব বলেন,
“গণেশ পূজা দিয়ে আমরা দুর্গার আবাহন করি। এটা আমাদের বহু বছরের রীতি। ধর্মীয় উৎসবের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও আমরা অগ্রণী থাকতে চাই। এবারের পুজোতে নতুন থিম, নতুন চিন্তাধারা নিয়ে আমরা হাজির হব। সকলের কাছে অনুরোধ, একবার অন্তত ঘুরে যান নিতুড়িয়ার মণ্ডপে।”

এ বছর দুর্গাপুজো অপেক্ষাকৃত এগিয়ে আসায় খুঁটি পুজোও তুলনামূলক তাড়াতাড়ি শুরু হয়েছে। আয়োজন দেখে স্থানীয় মানুষ বলছেন, এ যেন শহুরে পুজোকে হার মানায়।

Post Comment