সুইটি চন্দ্র, পুরুলিয়া:
এক সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার হল কুয়ো থেকে। এই ঘটনায় রহস্য দেখা দিয়েছে পুরুলিয়ার জয়পুরে। শুক্রবার সকালে জয়পুর থানার অন্তর্গত রোপো গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মনোজ গরাঁই। (২৬)। তিনি ভারতীয় সেনাবাহিনীর কর্মী ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে মৃতের পরিবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কুয়ো থেকে মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সেনাকর্মী
মানসিক সমস্যায় ভুগছিলেন প্রায় এক মাস ধরে। বিহারের পাটনা জেলার দানাপুর আর্মি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছুটি নিয়ে তিনি গত এক মাস ধরে রোপো গ্রামে নিজের বাড়িতেই থাকছিলেন।
তবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আজ সকালে বাড়ি থেকে প্রায় ৩০ মিটার দূরে অবস্থিত একটি কুয়োতে তাঁর মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। তবে পুলিশের প্রাথমিক তদন্তে কোনো ধরনের অপরাধমূলক ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়নি। এখনও পর্যন্ত কোনো অসাধু কার্যকলাপ বা ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি।
পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা। ফলে এই ঘটনায়
একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
মৃতের কর্মরত ইউনিটকে ঘটনাটি জানানো হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী মৃতদেহটি পরবর্তী প্রক্রিয়ার জন্য ঝাড়খণ্ডের নামকুম সেনা হাসপাতালে পাঠানো হয়।
Post Comment