insta logo
Loading ...
×

নিখোঁজের ১৬ দিন পর, কুয়ো থেকে উদ্ধার পচাগলা দেহ, চাঞ্চল্য কোটশিলায়

নিখোঁজের ১৬ দিন পর, কুয়ো থেকে উদ্ধার পচাগলা দেহ, চাঞ্চল্য কোটশিলায়

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

নিখোঁজ থাকার ২৬ দিন পর এক প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল কোটশিলা থানার হড়বহ গ্রামে। শনিবার দুপুরে গ্রামের একটি পরিত্যক্ত কুয়ো থেকে ওই দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাম চাঁদ পরামানিক (৫০)। তাঁর বাড়ি আড়শা থানার অন্তর্গত পারুলটাড় গ্রামে। পরিবারের দাবি, প্রায় ২৬ দিন আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। ১৬ দিন আগে এ বিষয়ে আড়শা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছিল।

শনিবার সকালে হড়বহ গ্রামের স্থানীয়রা কুয়োর জলে একটি দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে দমকল বিভাগের সহায়তায় কোটশিলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে। প্রথমে পরিচয় অজানা থাকলেও পরে মৃতদেহ শনাক্ত করেন রাম চাঁদের পরিবার।

ঘটনার রহস্য খতিয়ে দেখতে শুরু করেছে কোটশিলা থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Post Comment