নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বেহাল নিকাশি ব্যবস্থা। ফলে রাস্তার ওপর বইছে কাদা জল। আর এরই প্রতিবাদে বাঁশ বেঁধে রাস্তা অবরোধে শামিল হলেন পুরুলিয়া পুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের হুচুক পাড়া এলাকার মানুষজন। পুরুলিয়া বাস স্ট্যান্ড ঢোকার মুখে জেলা গ্রন্থাগারের অদূরে এই অবরোধ শুরু হয়। যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পাওয়ার পরেই অবরোধস্থলে পুরুলিয়ার পুর আধিকারিকদের সঙ্গে নিয়ে পৌঁছান পুরপ্রধান নবেন্দু মাহালি। উপস্থিত হন পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পাল সহ বিশাল পুলিশ বাহিনী। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে নিকাশি সমস্যার আশ্বাস দিলে অবরোধ ওঠে।
Post Comment