নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ৫ বছর বয়সের শিশু। স্থানীয় সূত্রের খবর, শৌচকর্মের জন্য বাইরে বেরিয়ে পাশের নালায় পড়ে মৃত্যু হয় ওই শিশুটির। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের নাপিত পাড়া এলাকায়। মৃত শিশুর নাম আদিত্য মোদক (৫)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আচমকাই নালায় পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেখান থেকে শনিবার দুপুর সাড়ে ৩টা নাগাদ পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় খোলা নালার কোনও রেলিং নেই এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এর আগেও একাধিক ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে পুর প্রশাসনের তরফে কোন কিছু জানানো হয়নি।
Post Comment