নিজস্ব প্রতিনিধি , ঝালদা:
নারীশক্তির জাগরণই মাতৃআরাধনা। ঝালদা শহরের স্টেশন রোড সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের থিম যেন মণ্ডপজুড়ে নতুন বার্তা নিয়ে এসেছে। সুবর্ণ জয়ন্তী পেরিয়ে ৫২ বছরে পা দেওয়া এই পূজার উদ্বোধন হয় শনিবার সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনীর একঝাঁক জওয়ানের হাত ধরে। সঙ্গে ছিলেন ঝালদা পুরপ্রধান সুরেশ আগরওয়াল ও এলাকার বিশিষ্টজনেরা।
উদ্যোক্তাদের বক্তব্য, মণ্ডপ থেকে প্রতিমা— সর্বত্রই নারীশক্তির বহিঃপ্রকাশ। চারশো স্লেটে জায়গা পেয়েছে দেশের কৃতী নারীদের নাম। পাশাপাশি ফুটে উঠেছে দুর্গা, কালী, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমূর্তি। নারীশক্তির এই আবাহনে মুগ্ধ দর্শনার্থীরা।
ঝালদা গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অপর্ণা চট্টোপাধ্যায়ের কথায়, “বর্তমান সময়ে নারীরা সমাজকে নতুন দিশা দেখাচ্ছেন। তাই পূজোর থিমে নারীশক্তিকেই তুলে ধরা হয়েছে।” সেনাজওয়ান মুন্না চট্টোপাধ্যায়ও উদ্যোক্তাদের এই ভাবনাকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের উপস্থিতি আরও তাৎপর্য যোগ করেছে। সেনা জওয়ান মুন্না চট্টোপাধ্যায় এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়দের মতে, “স্টেশন রোড সর্বজনীনের পূজো প্রতি বছরই নতুন চমক আনে, তবে এবারের ভাবনা অন্য সবকিছুকে ছাপিয়ে গেছে।”
পুজো কমিটির সভাপতি অনির্বাণ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী দিনেও নতুন ভাবনার জাগরণ ঘটানোর পরিকল্পনা রয়েছে। আর ঝালদা পুরপ্রধানের মন্তব্য, নারীশক্তির আরাধনায় এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
Post Comment