insta logo
Loading ...
×

নাবালিকাকে যৌন নিগ্রহ, বরাবাজারের যুবকের আজীবন কারাবাস

নাবালিকাকে যৌন নিগ্রহ, বরাবাজারের যুবকের আজীবন কারাবাস

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া

চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ করার দায়ে আজীবন কারাবাসের সাজা হল এক যুবকের। এই ঘটনার সাড়ে চার বছরের মাথায় এই রায় দেন পুরুলিয়ার বিশেষ আদালতের বিচারক রানা দাম।আদালত সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত যুবকের নাম সঞ্জয় কৈবর্ত্য। তার বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার বড়রা গ্রামের বেলেবাধা টোলায়।
এই মামলার সরকারি কৌশুলি আনোয়ার আলী আনসারি বলেন,”সাজাপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে তথ্য- প্রমাণের ভিত্তিতে বিচারক পকসো আইনের ষষ্ঠ ধারায় দোষী সাব্যস্ত করেন। তারপর সাজা ঘোষণা হয়। ” আদালত সূত্রে জানা গিয়েছে, দোষী যুবককে আজীবন কারাবাস, সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাবাসের সাজা দেওয়া হয়। ২০২০ সালের ৬ জুন সন্ধ্যায় ১১ বছরের এক নাবালিকার চকলেটের লোভ দেখিয়ে ধর্ষনের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। ওই দিন নির্যাতিতার পরিবারের তরফে বরাবাজার থানায় একটি মামলা রুজু হয়। রাতেই গ্রেফতার হয় সাজাপ্রাপ্ত যুবক। তবে ঘটনার পর নিম্নাঙ্গে প্রবল রক্তক্ষরণের ফলে ১১ দিন জেলা সদরের একটি হাসপাতালে নির্যাতিতার চিকিৎসা চলে। পরে তিনি হাসপাতালে থেকে ছাড়া পেয়ে আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দী দেন। এই মামলায় দেড় মাসের মাথায় আদালতে চার্জশিট দাখিল করেন বরাবাজার থানার তৎকালীন সাব ইন্সপেক্টর লক্ষ্মীকান্ত পতি। ফলে আর জামিনে ছাড়া পায়নি সাজাপ্রাপ্ত।
বিভিন্ন তথ্য প্রমাণ এবং ১৯ জনের সাক্ষ্য প্রমাণ শেষে শুক্রবার এই মামলার রায় দান করেন বিচারক।

copyright by – puruliamirror admin

Post Comment