নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার তাকে গ্রেফতার করে ঝালদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সুবোধ কালিন্দী। তার বাড়ি বাঘমুন্ডি থানার ধনুডি গ্রামে।
জানা গিয়েছে, গত ১৬ জুলাই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ঝালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। তিনি অভিযোগ করেন প্রলোভন দেখিয়ে তার নাবালিকা মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে পকসো আইনে একটি মামলা রুজু করে পুলিশ। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল। রবিবার অভিযুক্ত যুবক বাড়ি ফিরতেই তাকে পাকড়াও করা হয়।
Post Comment