নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা:
নাইলনের বেড়ার জালে আটকে পড়া এক বিশাল ময়াল সাপকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিল বন দফতর। বুধবার সকালে এই ঘটনা ঘটে পুরুলিয়ার পুঞ্চা রেঞ্জের চাঁদড়া গ্রামে।
বন দফতরের সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮ ফুট দীর্ঘ ওই ময়াল সাপটি গ্রামের এক প্রান্তে বেড়ার জালে আটকে পড়ে ছটফট করছিল। গ্রামবাসীরা ঘটনাটি দেখতে পেয়ে বনকর্মীদের খবর দেন। খবর পেয়েই বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে সাবধানে জালের ফাঁদ থেকে মুক্ত করেন। পরে সেটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
Post Comment