দেবীলাল মাহাত, আড়শা:
কোন রাস্তা দিয়ে যায় বলুন তো?
কিছুটা বিরক্ত হয়েই প্রশ্ন ছুড়ে দেন আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের এক ষাটোর্ধ্ব বৃদ্ধা । বৃদ্ধার এই বিরক্তি যে বাস্তব, তা টের পাওয়া গেল রাস্তার ওপর দিয়ে যেতে যেতে। সমস্ত রাস্তা খানাখন্দে ভর্তি। মাঝে মাঝে এক হাঁটু গর্ত। সেই গর্তে বৃষ্টির জল জমে পুকুরের রূপ নিয়েছে। কবে বদলাবে এই ছবি? রাস্তার নরকযন্ত্রণা থেকে মুক্তিই মিলবে বা কবে? জানেন না বাসিন্দারা। তাদের প্রশ্ন , প্রশাসন কি এই গুলো চোখে দেখতে পায় না?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতে বাসিন্দাদের পুরুলিয়া শহর যাওয়ার একমাত্র রাস্তা আড়শা থেকে পুরুলিয়া ভায়া বেলডি পথ। বেলডি ছাড়াও আড়শা ও মানকিয়ারী গ্রাম পঞ্চায়েতের মানুষ রাস্তাটি ব্যবহার করেন। বাম আমলে আড়শা নয়া মোড় থেকে বেলডি এই ১২ কিমি রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে ও বেলডি থেকে পুরুলিয়া ১০কিমি রাস্তা জেলা পরিষদ থেকে পাকা করা হয়। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অধিকাংশ রাস্তাই বেহাল। বেহাল রাস্তার কারণে এক প্রকার বন্ধ হয়ে গেছে যান চলাচল।

গোদের উপর বিষফোঁড় হয়ে দাঁড়িয়েছে বালি বোঝাই ট্রাক্টর । ভাঙ্গাচোরা রাস্তার উপর দিয়েই ফি দিন চলছে শতাধিক ট্রাক্টর। ট্রাক্টরের বালির ধুলোয় প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের। স্থানীয়রা জানান, এই রাস্তার পাশেই রয়েছে হাইস্কুল , প্রাথমিক বিদ্যালয়, বেলডি গ্রাম পঞ্চায়েত কার্যালয়। এলাকার মানুষের যাতায়াতের একটিই মাত্র রাস্তা। তা সত্ত্বেও প্রশাসনের রাস্তা সংস্কারে কোনো হোলদোল নেই। রাস্তার এমন ভয়াবহ অবস্থা দেখে প্রবল ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তুম্বাঝালদা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন মাহাত, কুদাগাড়া গ্রামের রমেশ মাঝি জানান, “পুরুলিয়া শহরে কোন কাজে যেতে হলে, মেডিকেল কলেজ যেতে হলে এই রাস্তাই ভরসা। সমস্যার কথা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। চার চাকার কথা বাদ দিন। সাইকেল, মোটরসাইকেল চালানোও দুষ্কর হয়ে পড়েছে। রাস্তায় চলতে গেলে গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই কারণে রিজার্ভ করতে চাইলেও এই রাস্তায় কেউ গাড়ি নিয়ে আসতে চায় না।”

গ্রামবাসীরা জানান, বিকল্প রাস্তা হিসেবে কংসাবতী নদী পেরিয়ে গাড়াফুসড়ো হয়ে চাষ রোড যাওয়া যায়। কিন্তু সেই রাস্তাটিও বেহাল হয়ে পড়েছে। কংসাবতী নদী থেকে গঠরট্যাড় রাস্তার পিচ বলে কিছু নেই।
পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত জানান, “এই রাস্তা যে খারাপ,তা আমাদের নজরে রয়েছে। পুরো রাস্তাটাই যাতে সংস্কার করা যায় তার পরিকল্পনা নেওয়া হয়েছে।”











Post Comment