নিজস্ব প্রতিনিধি, ওন্দা:
জঙ্গলমহল বাঁকুড়ার ওন্দা ব্লকের ওলা-দুবরাজপুর মন্দিরতলা এলাকায় দ্বারকেশ্বর নদী থেকে উদ্ধার হল এক প্রাচীন বিষ্ণুমূর্তি। শনিবার সকাল নাগাদ নদী থেকে বালি তোলার কাজ চলাকালীন হঠাৎ করেই পাথরে নির্মিত একটি বিশালাকৃতির মূর্তি উঠে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩ ফুট ৯ ইঞ্চি উচ্চতা ও ২ ফুট চওড়া ওই মূর্তিটি দ্বাদশ লোকেশ্বর বিষ্ণুর এবং এটি প্রাচীন যুগের শিল্পকর্ম হিসাবেই ধরা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিনও মন্দিরতলা সংলগ্ন দ্বারকেশ্বর নদীর তলদেশ থেকে জেসিবি মেশিনের সাহায্যে বালি তোলার কাজ চলছিল। সেই সময়ই নদীগর্ভ থেকে হঠাৎ উঠে আসে এই মূর্তিটি। মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলি মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে। পরে স্থানীয় বাসিন্দারা মূর্তিটিকে গ্রামে নিয়ে এসে একটি কালীমন্দিরে স্থাপন করেন এবং পূজার্চনা শুরু হয়।
গ্রামবাসীরা দাবি করেছেন, বহু আগে এই এলাকায় একটি প্রাচীন বিষ্ণু মন্দির ছিল, যা কালের নিয়মে নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই স্মৃতি থেকেই এলাকাটি ‘মন্দিরতলা’ নামে পরিচিত। তাদের অনুমান, সেই মন্দির থেকেই এই মূর্তিটি নদীতে এসে পড়েছিল। বর্তমানে মূর্তিটিকে গ্রামের মধ্যেই রেখে নিয়মিত পূজো করার ইচ্ছা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে প্রশাসনিক স্তরে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে স্থানীয় পুরাতত্ত্ববিদদের মতে, এই ধরনের আবিষ্কার সংশ্লিষ্ট অঞ্চলের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য পুনর্মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।











Post Comment