নিজস্ব প্রতিনিধি, আড়শা:
একসময় এই রোগকে বলা হতো রাজ রোগ। টিউবারকুলোসিস বা টিবি বাংলায় যার নাম যক্ষা। এবার সরকার দেশকে যক্ষা নির্মূল করার লক্ষ্যে এগিয়ে এসেছে। সেই অভিযানে এগিয়ে এলো আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েত। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯জন দুঃস্থ যক্ষা রোগীকে প্রোটিন জাতীয় পুষ্টিকর আহার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বেলডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা রজক, উপপ্রধান মীরা মাঝি প্রমুখ।











Post Comment