insta logo
Loading ...
×

দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ পেলো ৬টি অত্যাধুনিক শীততাপ অ্যাম্বুলেন্স

দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ পেলো ৬টি অত্যাধুনিক শীততাপ অ্যাম্বুলেন্স

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

প্রসূতি মা ও রোগীদের জরুরি পরিষেবা আরও দ্রুত ও আরামদায়ক করতে এবার বড় পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। দেবেন মাহাতো পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যুক্ত হলো আধুনিক সুবিধাসম্পন্ন ৬টি শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স। ওই হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট
কাম ভাইস প্রিন্সিপাল সুকোমল বিষয়ী বলেন, রোগীদের সুবিধার্থেই এই পদক্ষেপ।

পুরুলিয়া সদর হাসপাতাল মেডিক্যাল কলেজে রূপান্তরিত হওয়ার পর থেকে জেলার নানা প্রান্ত ছাড়াও প্রতিবেশী ঝাড়খণ্ড থেকেও বহু রোগী চিকিৎসার জন্য এখানে আসেন। অথচ এতদিন এই বিশাল পরিষেবার ভরসা ছিল মাত্র ২৩টি সাধারণ অ্যাম্বুলেন্সের উপর। তার বেশিরভাগই ছিল পুরোনো, আবার শীততাপ নিয়ন্ত্রণের সুবিধা না থাকায় বিশেষত প্রসূতি মা ও গুরুতর অসুস্থ রোগীদের জন্য যাত্রা ছিল কষ্টকর। এছাড়াও হাসপাতালের দুটি আলাদা ক্যাম্পাস—পুরুলিয়া শহর ও প্রায় ৬ কিমি দূরে হাতোয়াড়া কলেজ ক্যাম্পাস—মিলিয়ে সীমিত সংখ্যক অ্যাম্বুলেন্স থাকায় প্রায়ই রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। অবশেষে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে মিলল ৬টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন সংযোজনের ফলে জেলার স্বাস্থ্য পরিষেবা আরও গতিশীল হবে। বিশেষত প্রসূতি মা ও জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে সুবিধা হবে। অ্যাম্বুলেন্স পরিষেবা বাড়ানোয় খুশি রোগী থেকে শুরু করে তাদের পরিজনেরা। তাদের বক্তব্য, এই পদক্ষেপে চিকিৎসার মান যেমন উন্নত হবে, তেমনি বাড়বে জনসাধারণের আস্থা।

Post Comment