insta logo
Loading ...
×

দেবেন মাহাতো মেডিক্যালের পুরুলিয়া সদরের ক্যাম্পাস আপাতত সরছে না! জয় নাগরিক আন্দোলনের

দেবেন মাহাতো মেডিক্যালের পুরুলিয়া সদরের ক্যাম্পাস আপাতত সরছে না! জয় নাগরিক আন্দোলনের

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:


দীর্ঘদিন ধরে চলা নাগরিকদের আন্দোলনের ফলে পুরুলিয়া সদর হাসপাতাল ক্যাম্পাস থেকে অধিকাংশ ইন্ডোর পরিষেবা হাতোয়াড়া স্থানান্তরের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। শিশু, স্ত্রী ও প্রসূতি বিভাগ ছাড়া অন্য সব বিভাগের স্থানান্তরের বিরুদ্ধে এই সাফল্যকে ‘আন্দোলনের জয়’ হিসাবে স্বীকৃতি দিয়েছে পুরুলিয়া সদর হাসপাতাল বাঁচাও নাগরিক মঞ্চ’।

গত ৩ নভেম্বর পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে অনুষ্ঠিত নাগরিক কনভেনশনের মাধ্যমে গঠিত হয় ‘পুরুলিয়া সদর হাসপাতাল বাঁচাও নাগরিক মঞ্চ’। এই কনভেনশনেই দাবি উঠেছিল—পুরুলিয়া সদর হাসপাতাল ক্যাম্পাসকে উন্নীত করে পূর্ণাঙ্গ জেলা হাসপাতাল হিসাবে গড়ে তোলা এবং হাতোয়াড়ায় সরানোর পরিকল্পনা বাতিল করা।
পাশাপাশি, হাতোয়াড়ায় একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চালু করার দাবি তোলা হয়। পাশাপাশি মানবাজার ও ঝালদায় মহকুমা হাসপাতাল চালুর দাবিও জোরালো হয়।

এই দাবিগুলি ইতিমধ্যেই ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন পুরুলিয়া শাখা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তুলে ধরেছে। ৮ নভেম্বর নাগরিক মঞ্চের পক্ষ থেকে দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে এই স্থানান্তর সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ জানান।
জনস্বাস্থ্যের স্বার্থে পুরুলিয়াবাসীর এই আন্দোলন আরও জোরদার হবে। ওই নাগরিক মঞ্চের সদস্য এবং বিশিষ্ট চিকিৎসক অসীম সিনহা জানান, পুরুলিয়া সদর হাসপাতালের উন্নতি এবং ঝালদা, মানবাজারে মহকুমা হাসপাতাল চালুর দাবির আন্দোলনকে আরও বৃহত্তর আকার দেওয়া হবে।

Post Comment