insta logo
Loading ...
×

দুর্গাপূজার অনুমতি নিতে আসান পোর্টাল, কী কী লাগছে আবেদনে?

দুর্গাপূজার অনুমতি নিতে আসান পোর্টাল, কী কী লাগছে আবেদনে?

সুজয় দত্ত , পুরুলিয়া :

বাম আমলে দুর্গাপূজার অনুমতি নিতে হলে কম ঝক্কি পোহাতে হতো! কোর্ট এফিডেভিট থেকে দমকল অনুমতির জন্য টাকা জমা। ভূমি দফতর থেকে বিদ্যুৎ দফতর। শেষে পঞ্চায়েত আর ব্লক ঘুরে তবে অনুমতি। এখন পালটে গেছে অবস্থা। দুর্গাপুজোর অনুমতি নিতে আর দফতরে দফতরে ঘুরতে হয় না। রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে এমন এক পোর্টাল, যা আক্ষরিক অর্থেই ‘আসান’ (AASAN)! বলছেন এক পুজো উদ্যোক্তা।

আসান পোর্টাল হলো সিঙ্গল উইন্ডো। এক ক্লিকেই মিলবে সমস্ত দফতরের ছাড়পত্র। পুলিশের অনুমোদন থেকে বিদ্যুৎ, দমকল, পরিবেশ, ভূমি—সব কিছুর অনুমতিই মিলবে একই প্ল্যাটফর্মে।

সরকারি হিসাবে, এ বছর ২৯ আগস্ট থেকে খোলা হয়েছে পোর্টাল। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যেই আবেদন জমা। করতে হবে পুজো কমিটিগুলিকে। একবার আবেদন জমা হলে আর সংশোধনের সুযোগ নেই। তাই আবেদনের পূর্বে প্রয়োজনীয় সমস্ত নথি হাতে রাখতে বলা হয়েছে।

কী কী লাগবে? গত বছরের ছাড়পত্র, জমির নো অবজেকশন সার্টিফিকেট, লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান ও ডেকরেটরের বৈধ নথি, স্বেচ্ছাসেবকদের তালিকা, বাজেটের খসড়া, সাইট প্ল্যান সহ নানা তথ্য। এগুলো অনলাইনে আপলোড করে দিতে হবে। আবেদন গৃহীত হলে একটি নম্বর দেওয়া হবে। সেই নম্বরের মাধ্যমেই পরবর্তী সব দফতরের অনুমোদন ট্র্যাক করা যাবে।

রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের দাবি, গত বছর যে সমস্ত পুজো কমিটি আসান পোর্টাল ব্যবহার করেছে, তাদের অধিকাংশই দ্রুত ছাড়পত্র পেয়েছে। ফলে এ বছর আরও বেশি সংখ্যক কমিটি এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করবে বলে আশা করছে সরকার।

একই সঙ্গে প্রশাসনের বার্তা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন না করলে পরে কোনওভাবেই অনুমতি মিলবে না। তাই দুর্গাপুজোর প্রস্তুতিতে ব্যস্ত কমিটিগুলিকে এখনই ডিজিটাল পথে আবেদন করতে তাগিদ দেওয়া হয়েছে।

পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর পুরুলিয়ায় সরকারি অনুমোদন পেতে ২০২৪ সালে আবেদন করেছিল ৬৮৬ টি দুর্গাপূজা। এবছর আসান পোর্টালে আবেদন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Post Comment