নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি আরও কমবে। উপকূল এবং পশ্চিমের কিছু জেলায় অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি বেশিরভাগ জেলায় খটখটে শুকনো আবহাওয়া।
পুরুলিয়াতেও বৃষ্টির প্রভাব কার্যত নেই বললেই চলে। সোমবার (২৫ আগস্ট) জেলায় গড় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মাত্র ০.২৬ মিলিমিটার। হাতোয়াড়ায় ১ মিলিমিটার এবং হুড়ায় ২.৪ মিলিমিটার বৃষ্টি হলেও বাকি ১১টি স্টেশনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। টানা বর্ষণের পর হঠাৎ করেই বৃষ্টি কার্যত উধাও।
তাপমাত্রা অনেকটাই চড়েছে। এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৯ ডিগ্রি। দিনভর রোদের তেজে গরম ও আর্দ্রতার অস্বস্তি ফিরে এসেছে।
তবে আবহবিদদের মতে, দুমাসের মধ্যে নবম নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সন্ধে বা রাতের পর ফের দক্ষিণবঙ্গের আকাশে ঢুকতে পারে বজ্রগর্ভ মেঘ। শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূল লাগোয়া জেলা ও পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার থেকে টানা চার দিন (শুক্র, শনি, রবি ও সোমবার) কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।
Post Comment