নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
লোহার কড়া দিয়ে দুই ভাইকে পেটানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করল বলরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল বলরামপুর থানার চুটকিডি গ্রামের অজয় গোপ, রাজীব মোদক, ধর্মু মহালী ও সন্দীপ কালিন্দী।
বুধবার রাতে বলরামপুর থানায় অভিযোগ দায়ের করে বলরামপুর মসজিদ রোডের বাসিন্দা মহম্মদ নাসিম আনসারী পুলিশকে জানান, বুধবার রাতে তার দুই ছেলে সিবলি আনসারী ও সয়েফ আনসারী বলরামপুর কর্মতীর্থর সামনে দোকানে বসেছিল। সেই সময় একটি স্কুটিতে ওই চারজন যুবক সেখানে এসে বিনা প্ররোচনায় ওই দুই ভাইয়ের উপর লোহার কড়া নিয়ে হামলা চালায়। যার ফলে ওই দুই ভাই জখম হয়। তাদের উদ্ধার করে স্থানীয় বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের রেফার করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ জানিয়েছে বুধবার রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।







Post Comment