নিজস্ব প্রতিনিধি,হুড়া:
দীর্ঘ দুই বছর ধরে নিখোঁজ থাকা এক যুবকের খোঁজ মিলল অবশেষে। সুদূর পাঞ্জাবে চলে গিয়েছিল ওই যুবক। হুড়া থানার তরফে নিখোঁজ ডায়েরির ভিত্তিতে অনুসন্ধান চলছিল। শেষমেশ সামাজিক মাধ্যমে একটি পোস্টের সূত্র ধরে হুড়া থানার পুলিশ তাকে শনাক্ত করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া ওই যুবকের নাম জাম্ভীর সিং সর্দার, পিতার নাম গিরিধারী সিং সর্দার। তার বাড়ি হুড়ার চাটুমাদার অঞ্চলের নিশ্চিন্তপুরে।
দীর্ঘদিন নিখোঁজ থাকায় পরিবারে দুশ্চিন্তার পরিবেশ তৈরি হয়েছিল। স্থানীয় থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হুড়া থানার পুলিশ তথ্য যাচাই করে পদক্ষেপ নেয় এবং যুবককে খুঁজে পায়।
এখন ওই যুবককে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
Post Comment