insta logo
Loading ...
×

দীপাবলির আলোয় আলোকিত পুরুলিয়া পুর শহর, ২০০টি পরিবারে প্রদীপ-মিষ্টির উপহার

দীপাবলির আলোয় আলোকিত পুরুলিয়া পুর শহর, ২০০টি পরিবারে প্রদীপ-মিষ্টির উপহার

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:

দীপাবলির উৎসবকে সামনে রেখে পুরুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে দেখা গেল এক অনন্য উদ্যোগ। এলাকার কাউন্সিলর বিভাসরঞ্জন দাস নিজ উদ্যোগে প্রদীপ, সলতে, মোমবাতি ও মিষ্টি উপহার দিলেন ২০০টি পরিবারের ঘরে ঘরে।

রবিবার তিনি নিজে উপস্থিত থেকে এলাকার বিভিন্ন বাড়িতে এই উপহার সামগ্রী পৌঁছে দেন। বিভাসরঞ্জন দাস জানিয়েছেন —“বিজয়ার মুখে মিষ্টি এবং দীপাবলির শুভেচ্ছা জানাতে এই ছোট্ট উদ্যোগ। প্রতিটি ঘর যেন আলোর সাজে সেজে ওঠে, সেই ভাবনাতেই প্রদীপ, সলতে ও মোমবাতি উপহার দেওয়া হয়েছে।”

এদিন উপহার পেয়ে এলাকায় আনন্দের ছোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা কাউন্সিলরের এই উদ্যোগে খুশি প্রকাশ করে জানান, উৎসবের এই সময়ে এমন মানবিক উদ্যোগ এলাকাবাসীর হৃদয় ছুঁয়ে গেছে।

Post Comment