insta logo
Loading ...
×

দিল্লির চোর ধরা পড়ল পুরুলিয়ায়

দিল্লির চোর ধরা পড়ল পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দিল্লির চোর ধরা পড়ল পুরুলিয়ায়। জানা গেছে, গত মাসের ২৩ তারিখ দিল্লির আজাদ নগর থানা এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে চুরি প্রায় ১১ লাখ টাকার গয়না ও নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা চুরি যায়।

ঘটনায় আনন্দবিহার- হলদিয়া এক্সপ্রেস ট্রেন থেকে বুধবার রাতে এক যুবককে গ্রেফতার করে পুরুলিয়া আর পি এফ পোষ্টের পুলিশ। বৃহস্পতিবার দিল্লি পুলিশ পৌঁছায় পুরুলিয়া। ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলার পর ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হয়।

পুরুলিয়া আর পি এফ পোষ্টের আই সি সঞ্জয় কুমার তেওয়াড়ি জানান, “গত ২৩শে এপ্রিল দিল্লির আজাদ নগর থানায় একটি বাড়িতে তালা ভেঙে ১১ লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা ও নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা চুরি করে দুই যুবক। সেই ঘটনা ধরা পড়ে সি সি টিভিতে। ফুটেজ দেখে দুই চোরকে সনাক্ত করা হয়। ছবি পাঠানো হয়েছিলো সমস্ত জায়গায়। খবর মেলে ট্রেনে রয়েছে এক চোর। পুরুলিয়া আর পি এফ ট্রেনে তল্লাশি চালিয়ে সেখ সাবির নামক এক যুবককে গ্রেফতার করে। ধৃতের বাড়ি হলদিয়ায়।”

বৃহস্পতিবার ধৃত যুবককে পুরুলিয়া জেলা আদালতে তোলার পর দিল্লির পুলিশ ট্রানজিট রিমান্ডে নিয়ে যায়।

Post Comment