insta logo
Loading ...
×

‌‘দিদির পাঠশালা’র শুভ সূচনা, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে টিউশন ব্যবস্থা পুরুলিয়ায়

‌‘দিদির পাঠশালা’র শুভ সূচনা, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে টিউশন ব্যবস্থা পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এক অনন্য উদ্যোগ নিল জেলা যুব তৃণমূল কংগ্রেস। আজ বুধবার রাজাবাঁধ রোডে, কে.সি. পাল গোডাউনের পাশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ‘দিদির পাঠশালা’ নামে এক অবৈতনিক টিউশন সেন্টার।

জেলা যুব সভাধিপতি গৌরব সিং জানিয়েছেন, “অর্থনৈতিক অভাবের কারণে বহু মেধাবী পড়ুয়া টিউশন পড়তে পারে না। স্কুলের পড়াশোনার পাশাপাশি উপযুক্ত গাইডেন্সের অভাবেও অনেকেই পিছিয়ে পড়ে। সেই কথা মাথায় রেখেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”

এই পাঠশালায় মূলত অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়াদের জন্য টিউশনির ব্যবস্থা করা হয়েছে। প্রতি শ্রেণিতে ৫০ জন করে মোট ১০০ জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠদান করা হবে। শুধু পড়ানোই নয়, প্রয়োজনীয় বই, খাতা, নোটস—সবকিছুই বিনামূল্যে সরবরাহ করা হবে বলে তিনি জানান।

‘দিদির পাঠশালা’ শুধুই একটি টিউশন সেন্টার নয়, বরং গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার এক সংহত প্রচেষ্টা। এই প্রকল্পে আরও অনেক মানুষের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন আয়োজকরা।

Post Comment