নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
দাম্পত্য কলহ কেড়ে নিলো সন্তানের প্রাণ। বুধবার বলরামপুর ব্লকের আমারু গ্রামে ঘটে গেল এমন হৃদয়বিদারক ট্র্যাজেডি। বুধবার সকালে বিবাদের চূড়ান্ত পরিণতিতে আচমকা শিশুকন্যার মা কল্যাণী মাহাতো রাগে জোর করে মেয়ে চার বছরের অনুকে নিয়ে চলে যান বাড়ির বাইরে। পৌঁছে যান গোবিন্দপুর গ্রাম সংলগ্ন একটি কুয়োর ধারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছু বুঝে ওঠার আগেই মেয়েকে সঙ্গে নিয়ে মা ঝাঁপ দেন কুয়োর জলে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে। বাসিন্দারা কুয়োর জল থেকে উদ্ধার করেন মাকে। কুয়োতেই থাকে মেয়ে।
দমকল বাহিনীর প্রচেষ্টায় এদিন সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ তল্লাশি চালিয়ে তুলে আনা হয় শিশুকন্যাকে।
তাকে নিয়ে যাওয়া হয় বলরামপুরের বাঁশগড় গ্রামীণ হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ।
কল্যাণী মাহাতোকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় দেবেন মাহাতো মেডিকেল কলেজে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে।
Post Comment