সুইটি চন্দ্র, পুরুলিয়া:
দিনের পর দিন পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় গবাদি পশুর দখলদারির কারণে যান চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। মাঝ রাস্তায় গবাদি পশু বসে পড়ায় ঘটছিল একের পর এক ছোটখাটো দুর্ঘটনা। সেই সঙ্গে দুই গরুর লড়াইও দেখেছে জনতা। সবে মিলিয়ে সমস্যায় পড়ছিলেন শহরের মানুষজন। অবশেষে এই সমস্যা মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল পুরুলিয়া পুরসভা ও পুরুলিয়া সদর থানার পুলিশ। এবার দাবিদারহীন গরুকে নিলাম করে দেবে পুরুলিয়া পুর কর্তৃপক্ষ। আর যে গরুর মালিক পাওয়া যাবে তার মোটা টাকা জরিমানা হবে। এর আগেও পুরুলিয়া পুরসভা এমন অভিযান চালিয়েছিল। কিন্তু কোন কাজ হয়নি।

শহরবাসীদের একাধিক অভিযোগের ভিত্তিতে সোমবার গভীর রাতে যৌথ অভিযান চালায় পুরসভা ও পুলিশ। প্রায় রাতভর হাজির ছিলেন পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি। শহরের একাধিক ওয়ার্ডে রাস্তায় ঘুরে বেড়ানো গবাদি পশুদের ধরপাকড় শুরু হয়। রাতভর চলা এই অভিযানে বহু গবাদি পশুকে ধরপাকড় করে গোশালায় রাখা হয়।
পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি জানান, “শহরের রাস্তায় গবাদি পশুর অবাধ যাতায়াত এক দীর্ঘদিনের সমস্যা। এখন থেকে রাস্তায় ঘুরে বেড়ানো গবাদি পশু যাদের দাবিদার নেই সেই গরুগুলিকে আমরা নিলাম করব। আর যাদের মালিক পাওয়া যাবে তাদেরকে মোটা টাকা জরিমানা করা হবে।

এভাবে শহরের বুকে গবাদি পশু ছেড়ে রাখা যায় না। আমরা বহুবার অভিযান চালিয়ে সতর্ক করেছিলাম।
দাবিদারহীন গরুকে দিনের পর দিন গোশালায় রেখে তার পরিচর্যার খরচ পর্যন্ত দেওয়া হয়েছে। আর বরদাস্ত নয়। এবার আমরা কড়া পদক্ষেপ নেব।” তিনি আরও জানান, “শহরের মানুষজনের সমস্যা লাঘব করতে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।”
শহরবাসীদের মতে, প্রশাসনের এই পদক্ষেপে শহরের রাস্তায় যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে। “প্রতিদিন কাজে যেতে গিয়ে সমস্যায় পড়তে হত। রাস্তায় গরুর দল ঘুরে বেড়াত। এবার কিছুটা স্বস্তি মিলবে। ” এমনই বক্তব্য শহর পুরুলিয়ার বাসিন্দাদের।











Post Comment