insta logo
Loading ...
×

দাঁড়িয়ে থাকা ট্রেলারকে ধাক্কা ট্রাকের, সাঁতুড়িতে মৃত খালাসি, জখম চালকের পা বিচ্ছিন্ন

দাঁড়িয়ে থাকা ট্রেলারকে ধাক্কা ট্রাকের, সাঁতুড়িতে মৃত খালাসি, জখম চালকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:


রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে ধাক্কা মারলো একটি ট্রাক। পুরুলিয়ার সাঁতুড়ি থানা
এলাকার এই ঘটনায়
ধাক্কা মারা ওই লরির খালাসির মৃত্যু হয়েছে। ওই লরির চালকের দুটি পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
একেবারে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ পুরুলিয়ার সাঁতুড়ি থানা এলাকার সাধু শালতোড়ার কাছে এই পথ দুর্ঘটনা ঘটে। একটি চলন্ত ট্রাক পেছন দিক থেকে একটি দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে। প্রথমে দু’জনেই তারা জখম হন। চালককে
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। জখম খালাসিকে
রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাঁতুড়ি থানার পুলিশ জানিয়েছে, মৃত খালাসির নাম সোনাজ বাউরি (৩৫)। জখম চালক বিজয় বাউরির বয়স ৩০। উভয়ের বাড়ি বাঁকুড়ার শালতোড়ায়। দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশ তাদেরকে লরির ভেতর থেকে উদ্ধার করে। দুটি লরিকেই পুলিশ আটক করেছে। মৃত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Post Comment