নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
চোরাই মোবাইল ব্যবসায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে দশটি চোরাই মোবাইল ফোন এবং একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজু রুহিদাস। বাড়ি বলরামপুরের রেজিস্ট্রি পাড়ায়। বৃহস্পতিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে গোপন সূত্রে জানা যায় এক যুবক বলরামপুর বাইপাস এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছে। খবর পেয়ে থানার পুলিশ সেখানে পৌঁছে তাকে আটক করে। পরে মোটরবাইকের ডিকি তল্লাশি চালিয়ে দশটি মোবাইল ফোন উদ্ধার হয়।
পুলিশের দাবি, ওই ফোনগুলির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি রাজু। পরে জেরায় সে জানায়, চোরাই মোবাইলগুলি বিক্রির জন্যই সে বাইপাস এলাকায় গিয়েছিল। ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তাকে গ্রেফতার করেছে।










Post Comment