নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে সংগঠনকে মজবুত করতে কোমর বেঁধে ময়দানে নামছে কংগ্রেস। এই লক্ষ্যেই শুক্রবার কোটশিলার টালিসেন্টারে অনুষ্ঠিত হল ঝালদা ২ নম্বর ব্লকের বামনিয়া-বেলাডি, হিরাপুর-আদারডি এবং বেগুনকোদর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সম্মেলন। সম্মেলনে তিনটি অঞ্চলের দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে নানা সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি নেপাল মাহাতো। তিনি তাঁর বক্তব্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। নেপালবাবু বলেন, “একদিকে রাজ্যে দুর্নীতির পাহাড়, অন্যদিকে কেন্দ্রের দিক থেকে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া অর্থনৈতিক বোঝা—এই দুই শাসকের দৌরাত্ম্যে রাজ্যবাসী দিশাহারা। কংগ্রেস একমাত্র বিকল্প শক্তি, যা মানুষের পাশে দাঁড়াতে সক্ষম।”
এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঝালদা ২ ব্লক কংগ্রেস সভাপতি ফণিভূষণ কুমার, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য নিরঞ্জন রজক, আইএনটিইউসি-র জেলা সম্পাদক নির্মল কুমার-সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।
সভার মূল আলোচ্য বিষয় ছিল—আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বুথ স্তরে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, কর্মীদের সক্রিয়ভাবে যুক্ত করে কংগ্রেসের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে কংগ্রেসকে কীভাবে তুলে ধরা যায়।
দলের নেতারা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন—এখনই সময় একজোট হয়ে কাজ করার, কারণ আগামী নির্বাচনে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব নিতে প্রস্তুত কংগ্রেস।
Post Comment