insta logo
Loading ...
×

দমকা হাওয়া সঙ্গে বজ্রপাত! কবে থেকে আবহাওয়ার ভোলবদল

দমকা হাওয়া সঙ্গে বজ্রপাত! কবে থেকে আবহাওয়ার ভোলবদল

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

রবিবারও পুরুলিয়ায় একফোঁটাও বৃষ্টি হয়নি। দিনের বৃষ্টিপাতের অঙ্ক শূন্য। তাপমাত্রা অবশ্য খানিকটা বেড়েছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত মৌসুমি অক্ষরেখা ওড়িশায় অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কম হলেও সপ্তাহের মাঝামাঝি তা ফের বাংলায় ঢুকবে। তখন থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি বাড়বে রাজ্যে।

আগামী বুধবার থেকে কয়েকদিন পুরুলিয়াসহ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ওই দিনগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা।

Post Comment