নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বাংলার শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক ও দক্ষ ক্রীড়া প্রশাসক হিসেবে সম্মাননা প্রদান করা হলো এবাদুল হক
হালদারকে। সারা বাংলা দাবার সংস্থার পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।
ওই সংগঠনের এসবিডিএস বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার কলকাতার একটি হোটেলে। রাজ্য ও কেন্দ্র সরকারের ক্রীড়া নীতি এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশনের নির্দেশিকা মেনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিটি জেলার দাবা সংস্থার সভাপতি ও সম্পাদক। সভার শুরুতে উপস্থিত সকল অতিথিকে উত্তরীয় ও স্মারক উপহার দিয়ে সংস্থার পক্ষ থেকে বরণ করা হয়।
পুরুলিয়া থেকে সভায় যোগ দেন পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের সভাপতি টিঙ্কু প্রসাদ গুপ্তা এবং সাধারণ সম্পাদক এবাদুল হক হালদার। যিনি সবার কাছে ‘ময়না স্যার’ নামেই পরিচিত। জেলার দাবা উন্নয়নের লক্ষ্যে তারা সভায় একাধিক প্রস্তাব ও দাবির বিষয় উত্থাপন করেন। সেগুলি গুরুত্ব সহকারে শোনেন সভার সভাপতি তথা গ্র্যান্ডমাস্টার ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত দিব্যেন্দু বড়ুয়া এবং সংস্থার অন্যান্য শীর্ষ কর্তারা। তারা আশ্বাস দেন, পুরুলিয়ায় দাবা খেলার প্রসার ও টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে সংস্থার তরফ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
সভা শেষে মিত্র চ্যারিটেবল ট্রাস্ট এবং সারা বাংলা দাবা সংস্থার যৌথ উদ্যোগে এবাদুল হক হালদারকে বাংলার শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক ও দক্ষ ক্রীড়া প্রশাসক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তাকে সংবর্ধনা জানান মিত্র চ্যারিটেবল ট্রাস্টের সঞ্জয় মিত্র, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, এসবিডিএস-এর সম্পাদক অসিতবরন চৌধুরি এবং অন্যান্য বিশিষ্ট সদস্য যেমন দেবাশীষ বড়ুয়া, শ্যামল দত্ত, রাজেন্দর সিং, স্বপন অধিকারী ও অতীন সেনগুপ্ত প্রমুখ। পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্বীকৃতি জেলার দাবা উন্নয়নের পথে নতুন প্রেরণা যোগাবে। সংস্থার তরফ থেকে জেলা, রাজ্য ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের দাবা খেলার প্রতি আগ্রহ বাড়াতে একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।










Post Comment