নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:
পুরুলিয়ার সেরা পুজো মানেই ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গোৎসব। এবছর তাদের থিম” বিশ্বমন্দির -বিশ্বমঙ্গল “। থিম সঙ এ রয়েছে মাটির ছোঁওয়া। “পুজো এলো নতুন গানে, নতুন ছোঁওয়া সঙ্গে নিয়ে/ জয় মা দুগ্গা ঠাকুর বলবো এবার খুব জমিয়ে /ভামুরিয়াতে পূজোর মানে /পুরুলিয়াতে সবাই জানে।স্থানীয় গায়ক-গায়িকারায় থিম সঙ গেয়ে নজর কেড়েছে সকলের। সম্প্রতি এই পুজোর উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি
সুজয় বন্দ্যোপাধ্যায়।

জেলার পুজোতে সাধারণত থিম সঙ শোনা যায় না । তবে এক্ষেত্রে ব্যতিক্রম এই পুজো কমিটি। বিগত বছরের পুজো গুলোর মতই বড় আকারে হওয়ায় থিম সঙও তৈরি হয়েছে। গায়ক অর্ঘ্যদীপ সিনহার তত্ত্বাবধানে গানের কথা দিয়েছেন শুভম জমাদার। সুর দিয়েছেন অর্ঘ্যদীপ। গেয়েছেন ফসিলস ও ক্যাকটাস ব্যান্ডের ইন্দ্রজিৎ দে। এছাড়া মধুবন চক্রবর্তী, অর্ঘ্যদীপ সিনহা ও শুভম জমাদার। থিম সং-র এই ভিডিওতে যেমন প্রকৃতিকে তুলে ধরা হয়েছে। তেমনই ওই পুজো মণ্ডপ এবং তার বিগত দিনের পুজোর অনুষ্ঠানের সাংস্কৃতিক কার্যক্রম সেই সঙ্গে মন্ডপের কারুকাজ তুলে ধরে থিম সঙ তৈরি হয় । এই কাজের কারিগর তথা গায়ক অর্ঘ্যদীপ সিনহা বলেন, “পুজো দেখতে আসা দর্শনার্থীদের এই থিম সঙ ভালো লাগলেই আমাদের সফলতা। ” পুজো কমিটির কর্মকর্তা হীরালাল মাঝি বলেন, ” আমরা বিশ্বাস করি মন্দিরের আসল পরিচয় শুধুই প্রাচীর বা গম্বুজে নয়। বরং ভক্তির সেই অনুভূতিতে যা বিশ্বকে এক সূত্রে বাঁধে। আর সেই ভাবনা থেকেই আমাদের থিম বিশ্বমন্দির বিশ্বমঙ্গল।”

তিনি আরও বলেন, বিশ্বমন্দিরের বার্তা হল প্রতিটি হৃদয়েই এক একটি মন্দির। আর প্রতিটি ভক্তি-ই সেই মন্দিরের পূজারী। ভক্তির মাধ্যমে শক্তি, শান্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে। সর্বত্র সৃষ্টি হয় সার্বজনীন ঐক্য। এই ভক্তি বিশ্বকে নিয়ে আসে মঙ্গলময় পথে। যেখানে নেই বিভেদ। নেই হিংসা। নেই দ্বন্দ্ব। আছে কেবল ভালোবাসা, ঐক্য ও মানবতার আলো। পুজো কমিটির বার্তা বিশ্বমন্দিরের ভক্তি ছড়িয়ে যাক সর্বত্র। আর তার আশীর্বাদে প্রতিষ্ঠিত হোক বিশ্বমঙ্গল। থিমের সাথেই সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে এই গান।বলা যায় প্রান্তিক পুরুলিয়ায় অভিনব।









Post Comment