নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
ত্রিপল দেওয়াকে কেন্দ্র করে বিডিও কার্যালয়ের এক অস্থায়ী কর্মচারীর উপর হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়াল কোটশিলায়। শনিবারের এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম অশ্বিনী গোপ। তার বাড়ি কোটশিলা থানার গোয়ালাডি গ্রামে। রবিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দেববল গোপ গোয়ালডি গ্রামের বাসিন্দা ও ঝালদা ২ ব্লকের বিডিও কার্যালয়ের অস্থায়ী কর্মী। অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে অফিসে যাওয়ার পথে ত্রিপল দেওয়া নিয়ে প্রতিবেশী তিন ব্যক্তি তার উপর চড়াও হন। গালিগালাজের পাশাপাশি তাকে বেধড়ক মারধর করা হয়। কোনোরকমে পালিয়ে তিনি কোটশিলা গ্রামীণ হাসপাতালে ভর্তি হন।
অভিযোগ, এর কিছুক্ষণ পর অভিযুক্ত তিনজন দেববল গোপের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদেরও গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পুলিশ জানিয়েছে, বাকি দুই অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে।
Post Comment